
প্রকাশিত: ১৪ মে, ২০২৪, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ
ফরিদপুরের ভাঙ্গায় অ্যালকোহল ডিটেক্টর দিয়ে টেস্ট করে ৪জন ট্রাক ড্রাইভারের শরীরে মাদকের আলামত পাওয়ায় জেলা ম্যাজিস্ট্রট তাদের আটক করেন। সোমবার দিবাগত আনুমানিক রাত দেড়টার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মহাসড়কের (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের) বগাইল টোল প্লাজায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ঐ চার ড্রাইভারকে আটক করা হয়েছে। আটক কৃত সবাই ট্রাক ড্রাইভার।
তারা হলেন- নিলয় মোল্লা (২৫)। সে নড়াইল সদর উপজেলার বড়সুফডা এলাকার আমিনুল মোল্লার ছেলে। তিনি (যশোর-ট-১১ ৩২৪৭) ট্রাকের ড্রাইভার, সে চট্টগ্রাম থেকে নড়াইল যাচ্ছিল।
সুমন মন্ডল (২৮), এলাকায় পিতা- কাদের মন্ডল, বাড়ি নওগাঁ সদর উপজেলার শৈলগাছি গ্রামে। তিনি (ঢাকা মেট্রো ড-১৫-৭১০৬) মাঝারি ট্রাক ড্রাইভার।
রাজিব মিয়া (২৭), পিং- আব্দুর রহমান, বাড়ি ঢাকা খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকা।
বিল্লাল হোসেন (২৪), পিতা হাসান আলী, বাড়ি যশোরের শার্শা উপজেলার কাগমারী এলাকায়। তিনি (ঢাকা মেট্রো ট-১৭-০২১৬) ট্রাক ড্রাইভার।
এবিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল আনাম সাংবাদিক দের জানান, ফরিদপুর জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সড়কে অভিযান চালিয়ে চারজন ট্রাক ড্রাইভারকে তাদের শরীরে মাদক সেবনের আলামত পাওয়ায় আটক করেন। দুপুর পর্যন্ত কর্তৃপক্ষের কোন সিদ্ধান্ত হয়নি। মাদকাসক্ত আসামিরা ভাঙ্গা হাইওয়ে থানায় আটক রয়েছেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন