
প্রকাশিত: ১৫ মে, ২০২৪, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
পটুয়াখালীর কলাপাড়ায় নিরাপদ খাবার পানি সরবরাহের লক্ষ্যে একটি পরিশোধন প্ল্যান্ট স্থাপন করেছে উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। বুধবার সকাল ১০টায় উপজেলার মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর বাইতুন নূর জামে মসজিদের পাশে এ পরিশোধন প্ল্যান্টটি উদ্বোধন করা হয়। এসময় সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। গুড নেইবারস বাংলাদেশ-এর এন এ্যাণ্ড ই ডাইরেক্টর আনন্দ কুমার দাশ, এ্যাডুকেশন এণ্ড হেলথ ইউনিট প্রধান রাজিয়া সুলতানা, সিনিয়র অফিসার জোসেফ সিদ্দিকী সিয়াফ, মহিপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফজলু গাজী। পরিশোধন প্ল্যান্টটির আওতায় ৭ টি পানি সংগ্রহের স্থান থেকে নিরাপদ ও সুপেয় পানি পাবে সুবিধাভোগী প্রায় দেড় হাজার মানুষ, যারা আগে বিভিন্নভাবে পানির সংকটে ভুগছিলেন।
এ বিষয়ে সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডল বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পানির সংকট মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি গ্রহণ করছি।’
মন্তব্য করুন