ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫ মে, ২০২৪, ০৭:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

বিজয়নগরে ৬০ কেজি গাঁজা জব্দ

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ মে) ভোর  ৩ টার সময় বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫নং হরষপুর  বাগদিয়া সাকিনন্থ আগুন বাড়ীর পাশে কাচা রাস্তার উপর থেকে ৬০ কেজি গাঁজা রেখে আসামীরা পালিয়ে যায়। পলাতক আসামীরা হলেন, বাগদিয়া গ্রামের জব্বর মিয়ার ছেলে মতি মিয়া (৩০) ও মৃত মনা মিয়ার ছেলে দুলাল মিয়া এবং একই উপজেলার জালালপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে জলফু মিয়া (৪৬) সহ অজ্ঞাতনামা ২/৩ জন মাদক ব্যবসায়ী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওচি)মো. আসাদুল ইসলাম জানান, (নি:) এসআই মোহাম্মদ গিয়াস উদ্দিন, এএস আই মো. আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধারের অভিযান কালে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন