
প্রকাশিত: ১৫ মে, ২০২৪, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
জামালপুরের বকশীগঞ্জে পুলিশ সদস্য বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ছোট ভাই রিফাত মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এঘটনা ঘটে। রিফাত মিয়া শেরপুর সদর উপজেলার দিঘার পাড় এলাকার আব্দুল হালিম সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রিফাত মিয়া এবছর শেরপুর ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে বিগত দুই দিন আগে তার বড় ভাই বকশীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক লাভলু মিয়ার বাসায় বেড়াতে আসেন।
ঘটনার দিন দুপুর সাড়ে ১২ টার দিকে রিফাত তার চার বন্ধুকে সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে নামে। গোসল করার সময় পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয় রিফাত। এরপর থেকে তার বন্ধুরা তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয় ।
পরে প্রায় দুই ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সহযোগিতায় রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ তুহিনুল হক বলেন, আমরা অনেক চেষ্টার পরও উদ্ধার করতে না পারলে পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সহযোগিতা নেওয়া হয়। এসময় ডুবে যাওয়ার প্রায় দুই ঘন্টা পর নিখোঁজ রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান দৈনিক রুপালী বাংলাদেশকে জানান, পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থী রিফাতের মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন