
প্রকাশিত: ১৫ মে, ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকারের যৌথ পরিচালনায় পদ্মা আইসক্রিম নামের একটি নকল আইসক্রিম তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানাটির মালিক সালাউদ্দিন তুহিনকে ১লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে আইসক্রিমের গোডাউন ও কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার বামনকান্দা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া।
অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন, ফরিদপুর জেলা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান, ভাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মওলা সহ ভাঙ্গা থানা পুলিশের একটি চৌকস টিম।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া সাংবাদিক দের বলেন, ওই নকল আইসক্রিমের কারখানায় যে আইসক্রিম তৈরি করা হতো- তার লেবেল, মোড়ক কিংবা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কোনো অনুমোদন ছিল না।
পরে কারখানার মালিককে ভেক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে গোডাউন ও কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন