
প্রকাশিত: ১৬ মে, ২০২৪, ০১:৫৬ এ এম
অনলাইন সংস্করণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিক্ষক ড. গোলাম ফেরদৌস এর চিকিৎসায় অর্থ সংগ্রহের উদ্দেশ্যে "কনসার্ট ফর ফেরদৌস স্যার" শিরোনামে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের সাদাকালো ও অচিনপাখি ব্যান্ডের আয়োজনে কনসার্টটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. গোলাম ফেরদৌস গত ১৬ মার্চ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন, তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত। দায়িত্বরত চিকিৎসকরা জানান, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে ড. গোলাম ফেরদৌসের জরুরি ভিত্তিতে বোন ম্যারো ট্রান্সফার করাতে হবে। যার জন্য প্রয়োজন প্রায় ৭৫ লাখ টাকা।
ইতোমধ্যে তার চিকিৎসায় পারিবারিকভাবে জমানো প্রায় সব অর্থ ব্যয় করা হয়েছে। বর্তমানে পরিবারের পক্ষে তার চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
সাদাকালো ব্যান্ডের সাধারণ সম্পাদক আদিবা কায়সার সেমন্তী বলেন, আমরা চেষ্টা করছি আমাদের এই কনসার্ট এর মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক দর্শক জমায়েত করতে পারি, তবে আমাদের প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন কৃষি বিভাগের শাহিন স্যার ( ড. নাজমুল হক)। আমাদের প্রধান উদ্দেশ্য স্যারের জন্য কিছু করা। আমরা আশা করছি এই কনসার্টের মাধ্যমে ভালো একটা ফান্ড সংগ্রহ করতে পারবো।
প্রসঙ্গত, ড. গোলাম ফেরদৌস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২০১৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন। ২০২১ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। এছাড়াও বিভিন্ন সময় তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে উন্নয়নমূলক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করেছেন।
মন্তব্য করুন