
প্রকাশিত: ১৬ মে, ২০২৪, ০৩:৫৮ এ এম
অনলাইন সংস্করণ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে ১৯৭ জন স্থান পেয়েছেন।
মঙ্গলবার (১৫ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সহ সভাপতি পদে ৪৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন এবং অন্যান্য সম্পাদকীয় পদে ৩৭ জন পদ পেয়েছেন।
এছাড়া উপ-সম্পাদক পদে ৬০ জন, সহ-সম্পাদক পদে ২০ জন এবং সদস্য পদে ১২ জন পদ পেয়েছেন।
শাখা ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া বলেন,দীর্ঘদিনের প্রত্যাশা ছিল কমিটি পূর্ণাঙ্গ হওয়া। সেটাও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল। এটি যেন আমাদের জন্য একটি উৎসব হয়ে দাড়িয়েছে। আমরা অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাই এর প্রতি।
শাখা ছাত্রলীগের সেক্রেটারি মাহফুজুর রহমান শামীম বলেন,অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার নেতা বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি স্মার্ট ছাত্রনেতা হোসাইন সাদ্দাম ভাই ও বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইকে।
তিনি আরও বলেন,দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে আমাদের পূর্নাঙ্গ ঘোষিত কমিটির সদস্যদের নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সব সময় শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবে।
সেই সাথে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে বঙ্গবন্ধু কন্যার স্বপ্নের সারথি হিসেবে কাজ করবে বেরোবি ছাত্রলীগ।
উল্লেখ্য, এর আগে, ২০২২ সালের ৩১ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৭ সদস্যের আংশিক কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এক বছরের জন্য ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য এই কমিটির অনুমোদন দেন।
মন্তব্য করুন