
প্রকাশিত: ১৬ মে, ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডস্থ কেএফসি ভবনের চার তলায় গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভাইয়া হাউজিংয়ের তিনদিনব্যাপী বিপণন ক্যাম্পেইন। ওখান থেকে ভাইয়া হাউজিংয়ের ৩টি আবাসন প্রকল্পের বিভিন্ন আয়তনের প্লট বিক্রির ব্যবস্থা থাকছে।
তবে মূলত: ফোকাস থাকছে ঢাকা-মাওয়া রোডের মনোরম পরিবেশে অবস্থিত ‘বীর তারা সিটি’কে ঘিরে। প্রায় ২২শ’ বিঘার বিশাল এই আবাসন প্রকল্পের সর্বনিম্ন ৪ লাখ টাকা থেকে শুরু করে ১০-১৫ লক্ষ টাকা পর্যন্ত প্লট এই ক্যাম্পেইন চলাকালীন বিক্রি করা হবে।
ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে এই আবাসন ক্যাম্পেইনের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ব্যাপক মানুষের আশাতীত উপস্থিতিতে আয়োজকদের মাঝে আশার সঞ্চার হয়েছে।
উৎফুল্ল ভাইয়া হাউজিংয়ের জ্যৈষ্ঠ বিক্রয় ও বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: রেজাউল করিম বললেন, শতকরা সর্বোচ্চ ৩০ ভাগ ডিসকাউন্ট এবং কিস্তি ও এককালীন মূল্য পরিশোধ- উভয় সুযোগ ক্রেতা সাধারণের আগ্রহের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
শুধু এটুকু বলবো, আমরা ভালো সাড়া পাচ্ছি। আশা করছি আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো।
তিনি ক্রেতা সাধারণের উদ্দেশ্যে বলেন, আপনারা আসুন, সর্বোচ্চ ছাড়ের আকর্ষণীয় সুযোগ গ্রহণ করে ভাইয়া হাউজিংয়ের সঙ্গেই থাকুন।
মন্তব্য করুন