শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার

প্রকাশিত: ১৭ মে, ২০২৪, ০৪:৪০ পিএম

অনলাইন সংস্করণ

খুরুশকুলে চিংড়ি ঘের থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার, আটক ২

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজার সদরের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের পাশে চিংড়ি ঘের থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় চিংড়ি ঘেরের দুই নাইট গার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘের মালিকের বাড়ী ঘেরাও এবং বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। 

শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১১ টার দিকে মরদেহগুলো উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ও সিআইডি ক্রাইমসিন টীম। 

নিহতরা হলেন, সদরের খুরুশকুল মনু পাড়া এলাকার বাসিন্দা জামালের ছেলে আবদুল খালেক (২৫) এবং আবু তাহেরের ছেলে মো. ইয়াছিন। তারা দুইজনে পেশায় মৎস্যজীবী।  মাছ চুরির অজুহাতে বৈদ্যুতিক শট দিয়ে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছেন স্বজনরা।

খুরুশকুল ইউপি চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী জানিয়েছেন, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। মরদেহ দুটি প্রত্যক্ষ করে দেখেছেন তাদের শরীরে একাধিক বৈদ্যুতিক শর্টের চিহ্ন রয়েছে। এঘটনায় জড়িতদের বিচার দাবী করেন তিনি।

হত্যাকারীদের চিহ্নিত করে হত্যার সঠিক বিচার দাবিতে চিংড়ি ঘের মালিক সামশুল আলমের বাড়ী ঘেরাও এবং বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ  দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। তাদের গায়ে মারধরের এবং বৈদ্যুতিক শর্টের আঘাত রয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য ওই ঘেরের দুইজন নাইট গার্ডকে হেফাজতে আনা হয়েছে।  সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের পর হত্যার মূল কারণ জানা যাবে বলে জানান তিনি।

মন্তব্য করুন