
প্রকাশিত: ১৭ মে, ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
তরুণ পরিচালক ধ্রুব হাসান পরিচালিত প্রথম ছবি ‘ফাতিমা’। ২৪ মে মুক্তি পেতে যাচ্ছে এই ছবিটি।
তবে মুক্তি আগে প্রকাশ পেলো গান। গানটি লিখেছেন চিরকুট ব্যান্ডের প্রধান শারমিন সুলতানা সুমি আর সুর ও মিউজিক করেছেন সেই ব্যান্ডের সদস্য পাভেল আরিন। ‘আমি শুধু যে তোমার’ টাইটেলে এ গানে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের প্ল্যাটফর্ম থেকে উঠে আসা সময়ের তুমুল জনপ্রিয় শিল্পী কোনাল।
এর মধ্য দিয়ে ‘চিরকুট’ ব্যান্ডের সুমি, পাভেল এবং কোনাল প্রথমবার একসঙ্গে কোনো সিনেমায় গান করলেন।
বলে রাখা ভালো, কিছুদিন আগে ‘ফাতিমা’ ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে মনোনীত হয় এবং সেই উৎসবে পুরস্কারও পায়।
ফাতিমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুক্তির আগে গেল মঙ্গলবার রাতে কোনালের গাওয়া ‘আমি শুধু যে তোমার’ গানটি প্রকাশিত হয়েছে বঙ্গের ইউটিউবে এবং ফাতিমার ফেইসবুক পেইজে।
‘ফাতিমা’ ছবির গান নিয়ে কোনাল বলেন, ‘খুব চমৎকার এ গান এবং এর কথা-সুরে একটা অভিনবত্ব আছে।
মন্তব্য করুন