রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে, ২০২৪, ০৯:২০ পিএম

অনলাইন সংস্করণ

বসুন্ধরায় সেভোর এক্সপো

ভাইয়া গ্রুপের স্টলে উৎসুক ক্রেতাদের ভিড়

ছবি: রূপালী বাংলাদেশ

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে (আইসিসিবি) সেভোর এক্সপোতে ভাইয়া গ্রুপের স্টলে আজ শুক্রবার উৎসুক ক্রেতাদের ভিড় আয়োজকদের আশা জাগিয়েছে। এই স্টলে ভাইয়া হাউজিংয়ের তিনটি আবাসিক প্রকল্প এবং ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টসের পাঁচ তারকা হোটেল সম্পর্কে প্রচার-প্রচারণা এবং বিপণনের ব্যবস্থা করা হয়েছে।

ভাইয়া হাউজিংয়ের তিনটি আবাসন প্রকল্পে আকর্ষণীয় মূল্য ছাড়ের পাশাপাশি এককালীন মূল্য পরিশোধে সাফকবলা রেজিস্ট্রির সুযোগ ক্রেতাদের মনযোগ আকর্ষণ করেছে। এ তিনটি প্রকল্প হলো- গাজীপুরের উলুখোলা বাজারে অবস্থিত ‘পাইন সিটি, পূর্বাচল ভুলতা-গাউছিয়ার নিউটাউন সংলগ্ন ‘টিউলিপ ভ্যালী  এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ‘বীরতারা সিটি। ‘পাইন সিটির অবস্থান ১৮০ ফীট এশিয়ান হাইওয়ের ঠিক পাশেই। এখানে রয়েছে তিন ও পাঁচ কাঠার আবাসিক প্লট এবং ১০ কাঠার বাণিজ্যিক প্লট। এছাড়া, বিশেষ শ্রেণির ক্রেতাদের জন্য রয়েছে বাংলো জোন, ভিআইপি ও ডুপ্লেক্স জোন।

এক হাজার ৮০০ বিঘার ‘টিউলিপ ভ্যালীতে রয়েছে একই আয়তনের ও একই আকর্ষণীয় প্লটসমূহ। দুই হাজার দুই বিঘার উপর প্রতিষ্ঠিত ‘বীরতারা সিটিতে রয়েছে তিনটি সেক্টরে বিভক্ত বিভিন্ন আয়তনের প্লট। বর্তমানে তিনটি আবাসিক প্রকল্পের প্লট বিক্রি চলমান।

এছাড়া, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টসের কক্সবাজারের কলাতলীতে মনোরম লোকেশানে নির্মীয়মান পাঁচ তারকা হোটেল ‘ইডেন বের মালিকানা শেয়ারও চিন্তামুক্ত হালাল মুনাফা এবং আকর্ষণীয় সুযোগ-সুবিধায় বিক্রি করা হচ্ছে।

ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী মেহজাবীন মুমাতাহা রহমান ‘রূপালী বাংলাদেশকে বললেন, আমাদের পাঁচ তারকা হোটেলের শেয়ার আমরা ১৫ স্কয়ার ফিট পর্যন্ত বিক্রি করছি। একজন শেয়ার হোল্ডার ১৫-২০ পার্সেন্ট মুনাফা পাবেন। সেই সঙ্গে একজন গর্বিত মালিক প্রতি বছর দুই রাত  তিনদিন হোটেলে ফ্রি অবস্থান করতে পারবেন। এছাড়া, হোটেলে অবস্থানকালে তিনি ভিআইপি সার্ভিসসহ সকল বিশেষ সার্ভিস উপভোগ করতে পারবেন।

তিনি আরও বলেন, এককালীন মূল্য পরিশোধকারী হোটেলের একজন শেয়ার হোল্ডারের বিনিয়োগ হবে চিন্তাহীন। তিনি হোটেল থেকে আজীবন হালাল মুনাফা পেতে থাকবেন।

রূপালী বাংলাদেশের সঙ্গে কথা প্রসঙ্গে ভাইয়া হাউজিংয়ের বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী মুস্তুফা মোশাররফ তামিম শোনালেন আশা জাগানিয়া সংবাদ, ভাইয়া হাউজিং এখন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে নারায়নগঞ্জের ডিওএইচএস নির্মাণের মতো বিশাল কর্মযজ্ঞে শরীক হয়েছে।

এসময় স্টলে উপস্থিত অন্যান্যের মধ্যে রূপালী বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন, ভাইয়া হাউজিংয়ের বিক্রয় ও বিপণন বিভাগের জ্যৈষ্ঠ উপ-মহাব্যবস্থাপক সুকতিমা পারভীন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী মেলার আজ ছিল দ্বিতীয় দিন।

মন্তব্য করুন