
প্রকাশিত: ১৮ মে, ২০২৪, ১২:১০ এ এম
অনলাইন সংস্করণ
শিক্ষা কর্মকর্তা ও মাদরাসা সুপারের যোগসাজশে বন্ধ হয়েছে জামালপুর সদরের ঘোড়াধাপ ইউনিয়নের ইদিলপুর দাখিল মাদরাসার নিয়োগ পরীক্ষা।
শুক্রবার (১৭ মে) প্রতিষ্ঠানটিতে দুটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও কাউকে না জানিয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত করে বলে অভিযোগ চাকুরী প্রার্থীসহ ম্যানেজিং কমিটির সদস্যদের।
জানা যায়, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও পরিচ্ছন্ন কর্মী এই দুটি পদে নিয়োগ দিতে গত ৩০ জানুয়ারি একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ইদিলপুর দাখিল মাদরাসা কর্তৃপক্ষ। দুটি পদে ২২ জন চাকুরী প্রত্যাশী তাদের আবেদনপত্র জমা দেন। আজ ১৭ মে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও আকস্মিক নিয়োগ পরীক্ষা বাতিল করে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মাদরাসা সুপার।
১৬ মে গভীর রাতে নিয়মবহির্ভূত ভাবে মাদরাসায় একটি নোটিশ টানিয়ে দেয়। কি কারণে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে তা জানতে পারেননি মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনছার আলী।
নির্দিষ্ট সময়ে চাকুরী প্রার্থীরা পরীক্ষা দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
তবে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে এ নিয়োগ পরীক্ষা স্থগিত করার কথা জানান মাদরাসাটির সুপার মাওলানা মো. নুরুল আমিন।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন বলেন, সংসদ সদস্যের নির্দেশে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে বলা হয়েছে।
এ বিষয়ে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য জানান, নিয়োগ স্থগিতের জন্য আমার কাছে একটি আবেদন আসছিলো। আমি বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে দেখতে বলেছি।
স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নিয়োগ পরীক্ষা গ্রহনের দাবি জানিয়েছেন ম্যানেজিং কমিটিসহ চাকুরী প্রত্যাশীরা।
মন্তব্য করুন