রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মে, ২০২৪, ০২:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে ইউপিডিএফের ২ সদস্যকে হত্যা

ছবি: রূপালী বাংলাদেশ

রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের হামলায় ২জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকাল ৮টার সময় লংগদু উপজেলার বারবুনিয়া হারিকাটা ধনপতি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, লংগদু উপজেলাধীন লংগদু ইউনিয়নের ধনপতি বাজার এলাকায় জেএসএস সন্তু সশস্ত্র গ্রুপের অতর্কিত হামলায় ইউপিডিএফ ২ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন-বিদ্যা ধন চাকমা ওরফে তিলক (৪৫) ও ধন্যপতি চাকমা (৩৫)। জানা গেছে, নিহত তিলক চাকমা ইউপিডিএফ এর কালেক্টর ও ধন্যমনি চাকমা কালেক্টরের সহযোগি।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু জানান, লংগদুতে দুপক্ষের মধ্যে অতর্কিত হামলায় ২ জন মারা গেছে। তবে ইউপিডিএফ দাবি করছে নিহত ২ জন তাদের কর্মী।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন অর রশিদ বলেন, ২জন মারা গেছে শুনে আমি ও আমার সঙ্গীয় ফোসসহ ঘটনাস্থলে রওনা হয়েছি। ঘটনাস্থ থেকে ফিরে এসে বিস্তারিত জানাবো। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রট (ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা শনিবার, ১৮ মে ২০২৪ সংবাদ মাধমে দেয়া এক বিবৃতিতে জেলার লংগদুতে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফের এক সদস্য ও এক সমর্থককে গুলি করে হত্যার করা হয়েছে।

বিবৃতিতে তিনি ঘটনার বিবরণ দিয়ে বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার সময় লংগদুর বড়হাড়িকাবার ভালেদি ঘাট এর পার্শ্ববর্তী স্থানে সন্তু গ্রুপের ৭জনের একদল সশস্ত্র সন্ত্রাসী এসে সেখানে সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের উপর হামলা চালায়। এ হামলায় ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যা ধন চাকমা ওরফে তিলক (৪৫) ও সমর্থক ধন্য মনি চাকমা (৩৫) নিহত হন। নিহত ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমার পিতার নাম সময় মনি চাকমা, গ্রাম-কুকিছড়া, কাট্টলী, লংগদু, রাঙামাটি এবং সমর্থক ধন্য মনি চাকমার পিতার নাম লেংগ্যা চাকমা, গ্রাম-ধুধুকছড়া, বড় হাড়িকাবা, লংগদু,রাঙামাটি।

উক্ত হামলায় নেতৃত্ব দেন পোয়া চাকমা ওরফে আপন (৩২),পিতা লক্ষীমনি চাকমা।তার বাড়ি বড় হাড়িকাবার পাশে কুট্টছড়ি গ্রামে।

বিবৃতিতে ইউপিডিএফ নেতা এ ঘটনাকে কাপুরুষোচিতও ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, ইউপিডিএফের নেতৃত্বে সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যযন্ত্রসহ বান্দরবানে বম জাতিসত্তার উপর নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে চলমান আন্দোলনে বাধা সৃষ্টি করার লক্ষ্যে
সরকারের কৃপা লাভের আশায় সন্তু লারমা আবারো তার খুনি বাহিনীকে দিয়ে ইউপিডিএফের কর্মী-সমর্থকদের ওপর হত্যাকাণ্ড শুরু করেছেন। তার নির্দেশে আজকে লংগদুতে ইউপিডিএফের এক কর্মী ও এক সমর্থককে হত্যা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের জনগণের কাছে সন্তু লারমা একজন খুনি হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। বিবৃতিতে সচল চাকমা অবিলম্বে লংগদুতে ইউপিডিএফ কর্মী, সমর্থককে হত্যাকারী খুনি সন্ত্রাসীদের গ্রেফতার এবং খুনী সন্ত্রাসীদের মদদদাতা সন্তু লারমাকে গ্রেফতারপূর্বক আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে বিচারের
আওতায় নিয়ে আসার দাবি জানান।

লংগদু উপজেলার জেএসএস নেতা মনি শংকর চাকমা বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে আমি বিস্তারিত জানিনা।

মন্তব্য করুন