
প্রকাশিত: ১৮ মে, ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে ফাতেমা আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আক্তার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের মো. নূর হোসেনের স্ত্রী। বজ্রপাতে তাঁর মৃত্যু হওয়ার বিষয়ে রুপালী বাংলাদেশকে নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তানসেন চৌধুরী।
নিহতের ছেলে জহিরুল ইসলাম জানান, তাঁর মা ফাতেমা আক্তার আজ শনিবার সকালে পার্শ্ববর্তী নানার বাড়িতে ধানখড় শুকানোর কাজ করছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে ধানের খড় স্তূপের কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ফাতেমা আক্তার মাটিতে ঢলে পড়েন।
ফাতেমা আক্তারকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা বলেন, ‘ওই নারীকে আজ সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এসআই তানসেন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বজ্রপাতে তাঁর শরীরের বাম পাশ ঝলসে গেছে। পরিবারের আবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন