
প্রকাশিত: ১৯ মে, ২০২৪, ০১:১৭ এ এম
অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশকে পিটিয়ে এক আসামীকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে ।
শনিবার বিকেলে ধনবাড়ি উপজেলার বানিয়াজান ইউনিয়নের পঞ্চাশী গ্রামের গাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আসামী ঐ এলাকার পঞ্চাশী গ্রামের হাছেন আলীর ছেলে কাকন ।
আসামী কাকন সম্প্রতি পাশের এলাকায় একজনকে কুপিয়ে আহত করার ঘটনায় পলাতক ছিলেন। তাছাড়াও তিনি একাধিক মামলার আসামী বলে জানা গেছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, গত রমজানের শুরুতে কথা কাটাকাটির জেরে পাশের বাজিতপুর গ্রামের সৈয়দ আলী মন্ডলের ছেলে মিজানুর রহমানকে কুপিয়ে আহত করার মামলার পলাতক আসামী কাকন। তাকে আটক করার জন্য নানা চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ ।
এদিকে কাকনের এক চাচী শুক্রবার রাতে মারা যান। শনিবার বিকেলে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফনের ব্যবস্থা করা হয়। পলাতক আসামী কাকন তার নিহত চাচীর জানাজায় অংশ নিতে বাড়িতে আসার খবরে ধনবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন তিন সঙ্গী নিয়ে সিভিলে গাজীবাড়ী যান। জানাজা শেষে হঠাৎ আটক করে পুলিশ এক হাতে হ্যান্ডকাপ পরিয়ে ফেলে।
এমন সময় কাকনের স্বজনরা বিক্ষুব্দ হয়ে পুলিশের উপর আক্রমণ চালায়। এতে পুলিশ দলের সদস্যরা আঘাত প্রাপ্ত হয়। আক্রমণ চলাকালে হ্যান্ডকাপ নিয়ে কাকন পালিয়ে যায়।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, মামলার আসামীকে দাওয়াতের অনুষ্ঠান থেকে আটকের পর আসামীর নারী স্বজনদের সহায়তায় আসামী পালিয়ে গেছে। তবে পুলিশের উপর কোন হামলার ঘটনা ঘটেনি । আসামীকে আটকের চেষ্টা অব্যাহত আছে।
মন্তব্য করুন