ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে, ২০২৪, ০৪:২৬ পিএম

অনলাইন সংস্করণ

চেয়ারম্যান প্রার্থী বাচ্চুর সংবাদ সম্মেলন

ছবি: রূপালী বাংলাদেশ

ঝালকাঠিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু'র নির্দেশনা উপেক্ষা করে, তাঁদের নাম ভাঙিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। গুজবে বিভ্রান্ত না হয়ে সবাইকে মটোর সাইকেল প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানান রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু। রবিবার দুপুর ১২টায় রাজাপুর মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে সাংবাবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

তিনি অভিযোগ করে জানান, সারাদেশে বিএনপি যখন নির্বাচন বানচালের চেষ্টা করছে, ঠিক সেই মুহুর্তে রাজাপুর উপজেলা বিএনপির প্রেক্ষাপট ভিন্ন দেখাচ্ছে। বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক রাতের আধারে কালো টাকার প্রভাব খাটিয়ে একজন প্রার্থীর পক্ষে কাজ করছেন। আশঙ্কা করা হচ্ছে ওই প্রার্থীকে সাথে নিয়ে তারা নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে বিএনপির তারেক রহমান সুনজরে আসার চেষ্টা করছে।জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার মটোর সাইকেল প্রতিকের কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়া হচ্ছে। বেশ কয়েকজন জনপ্রতিনিধি জনসেবা না করে তারাও প্রকাশ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা করছেন। সরকারী সুবিধা নেয়ার সময় উপকারভোগীর  ঘোড়া প্রতিকে ভোট প্রদানের ওয়াদা নিচ্ছেন।

সবাইকে গুজবে কান দিয়ে বিভ্রান্ত না হয়ে স্বতঃস্ফুর্তভাবে আগামী ২৯মে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অনুরোধ জানান মোটরসাইকেল প্রতিকের প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু।সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়াম্যান নুর হোসেন মাস্টার, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা, রাজাপুর সদর ইউপি সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মজিবর মৃধা, সাতুরিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, মঠবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার প্রমুখ।

মন্তব্য করুন