ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে, ২০২৪, ০৭:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় অস্ত্রসহ ডাকাতির মামলার প্রধান আসামী গ্রেফতার

ছবি: রূপালী বাংলাদেশ

ঝালকাঠির কাঠালিয়ায় ডাকাতি মামলার প্রধান আসামী নান্না হাওলাদারকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ মে) ভোররাতে থানার ওসি মো.নাসির উদ্দিন সরকারের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতানি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার উত্তর চড়াইল গ্রামের আউয়াল হোসেনের ছেলে সাইফুল ইসলামের বাড়ীর সামনে রাস্তার পাশের ঝোপের মধ্য থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

গ্রেফতারকৃত নান্না হাওলাদার (৩৯) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের নয়াখালী মাঠিভাঙ্গা গ্রামের মো.সুলতান হাওলাদারের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে এদিন (১৯ মে) বিকেলে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন থানা পুলিশ। 

এসময়  উপস্থিত ছিলেন (কাঠালিয়া-রাজাপুর) সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.মাসুদ রানা, থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার, ওসি (তদন্ত) সমীর কুমার দাস ও র‌্যাবের ডিএডি সুমন বিশ্বাস। 

মামলা সুত্রে জানাগেছে, গত শুক্রবার (১৮ মে) গভীর রাতে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের চড়াইল গ্রামের মকবুল আলী হাওলাদারের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ৩/৪ জনের ডাকাতদল ঘরের পাশের গাছ বেয়ে দোতালায় ওঠে। দোতালার খোলা দরজা দিয়ে ঘরে প্রবেশ করে গৃহকর্তা মকবুল আলী তার স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে নগদ ৩০ হাজার টাকা, তিন ভরি স্বর্নালংকার, ৮ভরি রুপা ও দুটি মোবাইলসেট লুট করে নিয়ে যায়।

স্থানীয়রা ধাওয়া দিলে ডাকাতের গুলিতে স্থানীয় আবদুল মজিদ ও সাইদুল ইসলাম নামের দুইজনের পায়ে গুলিবিদ্ধ হয়। আহতদের পাশ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় গৃহকর্তার মকবুল হোসেনের মেয়ে ময়না বেগম বাদী হয়ে শনিবার (১৯ মে) থানায় একটি ডাকাতি মামলা করেন। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

কাঠালিয়া থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামী নান্না হাওলাদারকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানার এসআই মনিরুজ্জামান বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেন। নান্নার বিরুদ্ধে ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা জেলার বিভিন্ন থানায় কমপক্ষে  ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

মন্তব্য করুন