
প্রকাশিত: ১৯ মে, ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহীর মোহনপুর ও পবা ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপে আগামী ২৯মে অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে মোহনপুর উপজেলায় ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯মে) উপজেলা পরিষদ হলরুম ও মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহম্মেদ।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে ভোট গ্রহন কর্মকর্তাদের দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ। এসময় তিনি বলেন, কোন কিছুর বিনিময়ে আপনারা দায়িত্ব পালন থেকে সরে আসবেন না। অনেক প্রিজাইডিং কর্মকর্তা প্রার্থীদের দ্বারা প্রভাবিত হয়ে অসৎ উদ্দেশ্যের কারণে জেল খেটেছে। আপনারাও আপনাদের পরিবার পরিজনের কথা ভাববেন। সরকারি দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সাইফুর রহমান (পিপিএম) তিনি বলেন, কেউ কোন পক্ষপাতিত্ব করলে তাকে একচুল ছাড় দেওয়া হবেনা। রাষ্ট্রের হাত অনেক লম্বা। আপনারা কারো দ্বারা প্রভাবিত হবেন না। অবাধ সুষ্ঠু ভোট উৎসবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা কঠোর অবস্থানে থাকবে। কর্মশালায় আরো বক্তব্য দেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা সরকার অসীম কুমার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নির্বাচন কমকর্তা (বোয়ালিয়া) মশিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা (মোহনপুর) লুৎফার রহমান, অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল প্রমুখ।
মন্তব্য করুন