
প্রকাশিত: ২০ মে, ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ায় ওয়ালটন লোগো ও নাম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা লটারি চক্রের দুইজনকে আটকের পর অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোনাতলা উপজেলায় ১০ টাকার বিনিময়ে লোভনীয় টিকিট বিক্রির কাজে পুরস্কার হিসেবে ওয়ালটনের নাম, লোগো এবং বিভিন্ন পণ্যের ছবি সম্বলিত ফেস্টুন ব্যবহার করে 'চীফ টিভি' নামের ফেসবুক গ্রুপের আড়ালে থাকা ওই প্রতারক চক্র।
শনিবার সোনাতলা উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পেরে চক্রের দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের লটারি প্রতারণার ফাঁদ প্রকাশ্য হয়। ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের ৫ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। এর আগে লোভনীয় লটারি টিকিট প্রতারণা বুঝতে পেরে স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে অবহিত করে। এরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, আটককৃতরা ওয়ালটন গ্রুপের নাম ব্যবহার করে লোভনীয় লটারি টিকিট বিক্রি করছিল এবং একটি টিভি চ্যানেলের নাম বলেছিল। পরে জানতে পেরেছি তারা ভুয়া। আটককৃতরা দোষ স্বীকার করায় তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওয়ালটন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান ইউএনও।
ওয়ালটন প্লাজা বগুড়ার এরিয়া ম্যানেজার মিজানুর রহমান বলেন, দেশের কোথাও আমাদের ওয়ালটন প্লাজার এরকম কোন ক্যাম্পেইন চলছে না। লটারি টিকিট বিক্রি করার প্রশ্নই আসে না। যারা এসব করেছে তারা প্রতারক।
মন্তব্য করুন