
প্রকাশিত: ২০ মে, ২০২৪, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ
রাত পোহালেই নওগাঁয় দ্বিতীয় ধাপে তিনটি উপজেলায় ভোট গ্রহন, কে পড়বে জয়ের মালা এ আশায় প্রহর গুনছে প্রার্থীরা।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নওগাঁ জেলার পোরশা,সাপাহার ও নিয়ামতপুর তিনটি উপজেলায় ভোট গ্রহণ চলবে।
এবারে তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ১৩ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৩৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত নির্বাচনে জেলার পোরশা,সাপাহার ও নিয়ামতপুর উপজেলার সর্বমোট ৪৬ জন প্রার্থী তাদের ভোটের লড়াই করছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এবারে দ্বিতীয় ধাপে তিনটি উপজেলায় মোট ২০ টি ইউনিয়নে মোট ৪ লাখ ৫৭ হাজার ৩৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনটি উপজেলায় মোট পুরুষ ভোটার ২ লাখ ২৭ হাজার ৪১৯ জন, মোট নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৯৬৩ জন। এবং তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনটি উপজেলায় এবারে মোট ১৭২ টি ভোট কেন্দ্রে ১২২৪ টি ভোট কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন চলবে।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জানান, দ্বিতীয় ধাপের নির্বাচনে তিনটি উপজেলায় শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ আনসার সদস্য এবং পিজাইডিং অফিসার নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোটের প্রস্তুুতি সম্পন্ন করছেন।
কোন ধরেন অপ্রিতিকর ঘটনা এড়াতে ম্যাজিস্ট্রেট, পুলিশের টহল টিম ও বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের টহল টিম ও বিজিবি সদস্যরা কাজ করবেন। আশা করছি শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ করতে পারবো।
মন্তব্য করুন