
প্রকাশিত: ২১ মে, ২০২৪, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে সিরাজগঞ্জের তাড়াশ ও উল্লাপাড়া উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ পযর্ন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। প্রথমবার ইভিএম এ ভোট দিতে পেরে খুশি ভোটাররা।
উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বন্দিতা করছেন। উল্লাপাড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪লাখ ৫০হাজার ২৩২ জন এবং ভোটকেন্দ্রের সংখ্যা ১৪৩ টি।
তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বন্দিতা করছেন। তাড়াশ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ৫৬হাজার ৫৩১ জন এবং ভোটকেন্দ্রের সংখ্যা ৭১ টি।
মন্তব্য করুন