
প্রকাশিত: ২১ মে, ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
ময়মনসিংহের ত্রিশালে এক গর্ত থেকে এক নারী ও দুই শিশুর মরদহে উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাযায়, প্রথমে গর্ত থেকে এক শিশুর মরদেহ টেনে বের করে শিয়াল। পরে ত্রিশাল থানা পুলিশ গর্ত খুড়ে এক শিশুসহ ও নারীর মরদেহ উদ্ধার করে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। শিশু দুটির বয়স যথাক্রমে তিন ও ছয় বছর।
ত্রিশাল থানার ওসি সত্যতা নিশ্চিত করে জানান, সপ্তাহখানেক আগে ওই নারী ও দুই শিশুকে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়। মঙ্গলবার বিকেলে শিয়াল একটি শিশুর মরদেহ গর্ত থেকে টেনে বের করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে গর্ত খুঁড়ে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা করে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে নিহতরা এই এলাকার না। অন্য কোথাও তাদের হত্যার পর মরদেহ এখানে এনে পুঁতে রাখা হয়। তবে এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, ওসি কামাল হোসেন, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপেল মাহমুদ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
মন্তব্য করুন