ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে, ২০২৪, ০৮:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে নির্বাচনী ক্যাম্প ভাংচুর, ৫ জনের দণ্ড

ছবি: রূপালী বাংলাদেশ

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের সমর্থক দুজন ও নলছিটি উপজেলায় একই প্রতীকের দুজনকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দুটি ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এক ইউপি চেয়ারম্যানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দুই উপজেলায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা এ কারাদণ্ড ও জরিমানা করেন।

ঝালকাঠি সদর উপজেলার দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান সুলতান হোসেন খানের নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও নির্বাচনী কাজে বাধাদানের অপরাধে দুজনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলন চাকমা। দণ্ডপ্রাপ্তরা হলো– আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানের সমর্থক গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বেরমহল গ্রামের তোফাজ্জল হাওলাদারের ছেলে মো. খোকন হাওলাদার (২৫) ও একই গ্রামের হানিফ মিয়ার ছেলে মো. হান্নান মিয়া (২১)। এছাড়া ঝালকাঠি সরকারি স্কুলের কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অপরাধে সদর উপজেলার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেনকে আটক করা হয়েছে।

এদিকে নলছিটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আনারস প্রতীকের সমর্থক উপজেলার মগড় ইউনিয়নের আক্কেল আলীর ছেলে আলামিনকে ৭ দিনের ও দপদপিয়া ইউনিয়নের আলমগীর বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাসকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ দণ্ড দেন। এছাড়া দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন মৃধাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। তাঁরা সবাই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তছলিম উদ্দিন চৌধুরীর সমর্থক বলে নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। 

এদিকে সকাল ৮টা থেকে ঝালকাঠির ১৪৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এই দুই উপজেলায় মোট প্রার্থী রয়েছেন ২৩ জন। যার মধ্যে ঝালকাঠি সদরে ৯ জন ও নলছিটিতে ১৪ জন।

দুটি উপজেলার ২০ ইউনিয়ন ও ২টি পৌর সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২২টি ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। এছাড়া পুলিশ ৮৫০ জন, বিজিবি ১০৫ জন, র‍্যাব সদস্য ৩৫ জন, আনসার ব্যাটালিয়ন ৩০ জন, আনসার ভিডিপি ২০৪২ জন দায়িত্ব পালন করছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ বলেন, ‘নলছিটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলন চাকমা বলেন, ‘সদর উপজেলার দোয়াত কলম প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও নির্বাচনী কাজে বাধা দেওয়ার অপরাধে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

মন্তব্য করুন