বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে, ২০২৪, ১২:০৬ এ এম

অনলাইন সংস্করণ

বগুড়ায় শিশু বলাৎকার, যুবক কারাগারে

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে ছেলে শিশুকে (৭) বলাৎকারের মামলায় এক যুবককে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বলাৎকার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (২১ মে) ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তার শামীম আকন্দ (২৩) উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের এমদাদুল হক আকন্দের ছেলে। 

মামলার বিবরণে জানা গেছে, গত সোমবার দুপুরে বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যায় শিশু। এসময় শামীম আকন্দ তার মুখ চেপে ধরে বলাৎকার করে পালিয়ে যায়।

শিশু বাড়িতে ফিরে বাবা-মাকে বিষয়টি জানায়। এরপর সোমবার রাতে শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে আসামি শামীমকে গ্রেপ্তার করে পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম বলেন, শিশু বলাৎকার মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে সে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। তাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। 

মন্তব্য করুন