রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে, ২০২৪, ০৬:১২ পিএম

অনলাইন সংস্করণ

এমপি আনার হত্যাকাণ্ড

নিউটাউনে মেলেনি মরদেহ, টুকরো দেহ খুঁজছে পুলিশ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউটাউনে যে ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছে সেখানে কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। তবে টুকরো টুকরো দেহের সন্ধান করছে ভারতের পুলিশ।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পুলিশের উচ্চ পর্যায়ের একটি সূত্র।

সূত্র জানায়, বিধাননগরের নিউটাউনে সঞ্জিভা গার্ডেন্সের  যে ফ্ল্যাটে এমপিকে হত্যা করা হয়েছে সেখান থেকে ৪টি ট্রলি ব্যাগে করে টুকরো টুকরো মরদেহ গায়েব করা হয়েছে। পুলিশ বর্তমানে সেই ব্যাগগুলোর সন্ধান করছে।

জানা যায়, কলকাতার বিধাননগরের নিউটাউনের ওই ফ্ল্যাটে মরদেহের সন্ধান না মিললেও কিছু আলামত পাওয়া গিয়েছে। ফ্ল্যাটের ভিতর রক্তের দাগ মিলেছে। এ কারণে অপরাধ বিশেষজ্ঞারা ফ্ল্যাট থেকে ফিঙ্গার প্রিন্ট এবং রক্তের দাগ সংগ্রহ করেছে। অস্থায়ী ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে আবাসনের ওই নির্দিষ্ট ফ্ল্যাটটি। আবাসনে ঢোকা-বেরোনোর ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের সূত্রগুলো বলছে, গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যে ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছিল কলকাতা পুলিশ সেখানে তার মরদেহ পায়নি। কীভাবে আজীমের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য করুন