
প্রকাশিত: ২৩ মে, ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
ভিডিও গেম, মুভি-সিনেমা আর সামাজিক মাধ্যম অ্যাপগুলোতে ডুবে থাকছে বেশিরভাগ শিশু-কিশোর। স্মার্টফোন ব্যবহার যেন মানসিক রোগের আকার ধারণ করছে। এ বিষয়টি বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এবার সেই মানসিক রোগের ভয়ংকর রূপ দেখল ব্রাজিল। ১৬ বছরের কিশোর গুলি করে হত্যা করল নিজের বাবা, মা ও বোনকে। স্মার্টফোন কেড়ে নেওয়ায় মেজাজ হারিয়ে গোটা পরিবারকে শেষ করে দিল সে।
গত শুক্রবার (১৭ মে) মা, বাবা এবং বোনকে হত্যা করলেও তিন রাত মরদেহের সঙ্গে কাটিয়ে সোমবার (২০ মে) পুলিশ ডেকে আত্মসমর্পণ করে সে। এমনটাই জানিয়েছে দ্য মিরর।
ব্রাজিলের পুলিশ জানিয়েছে, শুক্রবার সাও পাওলো শহরের একটি বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার দিন সকালে অতিরিক্ত ফোনের ব্যবহার নিয়ে মা-বাবার সঙ্গে কথাকাটাকাটি হয় তার। তখন তার থেকে মোবাইল ফোনটিও কেড়ে নেয় বাবা-মা। কিছুক্ষণ পরে অতর্কিত গুলি করে বাবাকে খুন করে ওই কিশোর।
এরপর বাড়ির দোতলায় গিয়ে সমবয়সী বোনকে হত্যা করে। সেসময় তার মা বাড়িতে ছিলেন না। এক ঘণ্টা পর মা বাড়ি ফিরলে মায়ের উপরেও গুলি চালায় সে।
বাবা, মা ও বোনকে হত্যা করে ভয়ে তিনদিন মৃতদেহের সঙ্গে কাটায় সে। চতুর্থ দিন সোমবার নিজেই পুলিশকে ফোন করে ঘটনা জানিয়ে আত্মসমর্পণ করে। ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সামান্য স্মার্টফোনের জন্যই মা-বাবা ও বোনকে খুন নাকি মানসিক অসুস্থতায় ভুগছে ওই কিশোর, তা খতিয়ে দেখছে পুলিশ।
মন্তব্য করুন