
প্রকাশিত: ২৪ মে, ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ
পিরোজপুরের স্বরূপকাঠিতে আবাসিক হোটেলের কক্ষ থেকে মো. ইদ্রিস আলী (৪৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নেছারাবাদ থানা সংলগ্ন রিলাক্স আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ৩২ নম্বর কক্ষ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। ইদ্রিস উপজেলার দৈহারী ইউনিয়নের বড়ইবাড়ি গ্রামের আব্দুর রউফের ছেলে। তার মিয়ারহাট বন্দরে দুটি রেডিমেট পোষাকের দোকান রয়েছে।
হোটেলের ম্যানেজার জুয়েল জানান, ইদ্রিস গত ২২ মে (বুধবার) বিকেলে রুম ভাড়া নেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রুমের ভাড়ার আদায়ের জন্য দরজায় নক করেন। কোন সাড়া না পেয়ে তিনি চলে যান। শুক্রবার সকালে পুনরায় দরজায় নক করলে কোন সাড়া না পাওয়া সজোরে দরজায় ধাক্কা দেয়। এক পর্যায়ে দরজাটি খুলে গেলে ভিতরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই হোটেলে গিয়ে ইদ্রিসের লাশ উদ্ধার করে।
ইদ্রিসের স্ত্রী মাহমুদা জানান, গত বুধবার সকালে তার স্বামী বোনের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। শুক্রবার সকালে জানতে পারি একটি আবাসিক হোটেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহিন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে । থানায় ইউডি মামলা শেষে ময়না তদন্তে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
মন্তব্য করুন