
প্রকাশিত: ২৪ মে, ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ
পটুয়াখালীর গলাচিপায় মোঃ অহিদুল (৩৫) নামের এক যুবক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। অহিদুল হচ্ছে উপজেলার গজালিয়া ইউনিয়নের বাহের গজালিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মোঃ ইউনুস মাঝির পুত্র।
ঘটনা সূত্রে জানা যায়, ২৩ তারিখ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় বাহের গজালিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়ির জামে মসজিদের উত্তর পাশে অহিদুলকে সন্ত্রাসীরা একা পেয়ে অতর্কিত হামলা করে। স্থানীয়রা অহিদুলকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়। ঐদিন সন্ধ্যা ৭টার সময় একই ওয়ার্ডের সাইদুল ইসলামের দোকানের কাছে অহিদুলের উপর আবার তারা হামলা করে তাকে গুরুতর আহত করে। স্থানীয়রা অহিদুলকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্থানীয় মোঃ নেয়ামুল ইসলাম, মোঃ রাসেল, মোঃ জাহাঙ্গীর ঢালী জানান মৃত শামচু হাওলাদারের পুত্র মোঃ সায়েম (২৫) ও মোঃ কাওসার (৩৫) একত্রিত হয়ে অতর্কিতভাবে অহিদুলের উপর হামলা চালায়। সায়েম অহিদুলের গলা চেপে ধরে ও কাওসার অহিদুলকে এলোপাথাড়ি ঘুসি মারতে থাকে।
অহিদুল জানান, তারা দুই ভাই সায়েম ও কাওসার আমাকে মেরে আমার কাছে থাকা ৭০ হাজার টাকা নিয়ে গিয়ে আমাকে খালে ফেলে দেয়। স্থানীয় মোঃ এমাদুল জানান অহিদুল কে বাঁচাতে গিয়ে আমিও হামলার শিকার হই। উক্ত ওয়ার্ডের মেম্বার মোঃ খলিলুর রহমান গাজী জানান ঘটনাটি আমি শুনেছি।
মন্তব্য করুন