
প্রকাশিত: ২৪ মে, ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহীর বাগমারায় ‘গরমে অসুস্থ হয়ে’ খায়রুল ইসলাম (৫৫) নামে এক স্কুল-শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মাঠে কাটা ধান ভারে করে আনতে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খায়রুল ইসলাম বাগমারা উপজেলা নরদাশ ইউনিয়নের সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তার বাড়ি উপজেলার আউচপাড়া ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে।
সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা বিউটি রাণী জানান, সহকর্মী খায়রুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে ধান আনতে গিয়ে ধানের ভার কাধে নিয়ে বাসাই ফেরার পথে হঠাৎ করেই বুকে ব্যথা এবং শরীর জ্বলে যাচ্ছে বলে কাতরাতে থাকেন। তাকে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা, মাঠে ধান নিতে গিয়ে অতিরিক্ত গরমের কারণে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন।
মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক জানান, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক ভাবে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।
এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,প্রচন্ড গরমের মধ্যে মাঠে ধান নিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে মারা যান।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফি বলেন, ওই শিক্ষক হটাৎ করে অসুস্থ হয়ে মারা গেছেন। মারা যাওয়ার আগে তীব্র গরমে তিনি মাঠে ধান নিতে গিয়েছিলেন বলে জেনেছি।
মন্তব্য করুন