রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে, ২০২৪, ০৮:৫১ পিএম

অনলাইন সংস্করণ

দোহায় ভাইয়া হাউজিংয়ের স্টলে প্লট বুকিং দিলেন রাষ্ট্রদূত

ছবি: রূপালী বাংলাদেশ

দোহায় বাংলাদেশ বাণিজ্য মেলায় ভাইয়া হাউজিং ও হোটেলসের স্টলে উপস্থিত হয়ে আজ শুক্রবার কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম কর্মকর্তাগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি ভাইয়া হাউজিংয়ের আকর্ষণীয় আবাসন প্রকল্প পূর্বাচল ‘পাইনসিটি’তে একটি প্লট বুকিং দেন। সঙ্গে সঙ্গেই বুকিং কনফারমেশনের কাগজ রাষ্ট্রদূতের হাতে তুলে দেন ভাইয়া গ্রুপের ব্রান্ড ম্যানেজার ফয়সাল আহমেদ। এসময় ভাইয়া হাউজিং ও হোটেলসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় দোহার ক্রাউন প্লাজা হোটেল বিজনেস পার্ক আল ফালাকে মেলার উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। কাতারে রিলায়েন্ট ইভেন্টরস এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট এবং বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় কাতারস্থ বাংলাদেশ দূতাবাস এই বাংলাদেশ ট্রেড ফেয়ারের আয়োজন করে।

মন্তব্য করুন