ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মে, ২০২৪, ০৯:১৩ পিএম

অনলাইন সংস্করণ

সেপটিক ট্যাংকে মিলল চুরি করা ৪০ হাজার ডলার

ছবি: রূপালী বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৪০ হাজার মার্কিন ডলার চুরি করে পালিয়েও শেষ রক্ষা হলো না এক চোরের। ভাঙ্গা থানা পুলিশ চোরকে আটক করেছে। পরে চোরের বসতবাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে বৃহস্পতিবার রাতে ডলারগুলো উদ্ধার করা হয়।

অভিযুক্ত মেহেদী হাসান তামিম (২৭) ভাঙ্গা উপজেলার পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের মৃত আলতাফ কাজীর ছেলে। এ ঘটনায় একটি চুরি মামলা হয়েছে।

ভাঙ্গা থানা পুলিশের এস,আই মনির হোসেন জানান, আসামি মেহেদী হাসান তামিম ঢাকায় থেকে  ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত। গত ২২ মে বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার এস,এম তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যায় সে। কাজ করার এক ফাঁকে ওই ইঞ্জিনিয়ারের ছোট ভাইকে অস্ট্রেলিয়ায় পাঠানোর জন্য বাসায় রাখা ছিল ৪০ হাজার (ইউএস) ডলার। যাহা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ লক্ষ টাকা। তামিম কাজ করার ফাঁকে কৌশলে ৪০ হাজার ডলার নিয়ে গ্রামের বাড়ী ভাঙ্গায় পালিয়ে আসে। পরে তৌহিদুজ্জামান এর লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তামিমের বাড়ি রায়পাড়া অভিযান চালিয়ে মেহেদী হাসান তামিমকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে বাড়ির টয়লেটের সেফটি টাংকি মধ্যে লুকিয়ে রাখা ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

এদিকে ভাঙ্গায় একজন সাধারণ মিস্ত্রির বাড়ি থেকে বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধারের ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চায়ের দোকান সহ বিভিন্ন মহলে আলোচনা- সমালোচনার ঝড় বইছে।

মন্তব্য করুন