ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ০৫:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

নজরুল জন্মজয়ন্তীতে নজরুল বিশ্ববিদ্যালয়ে আলোচনা

ছবি: রূপালী বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ে ১২৫ তম নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। দুইদিনব্যাপী কর্মসূচির প্রথম দিন গতকাল শনিবার গাহি সাম্যের গান মঞ্চে আয়োজিত উদ্বোধনী অধিবেশনে অনলাইনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান ও চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সঞ্চালনা করেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল নাঈম। এসময় বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধানবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে দুপুরে প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনার। বিশিষ্ট চলচ্চিত্র ও নজরুল গবেষক অনুপম হায়াতের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইমন সালাউদ্দিন ও নজরুল বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসিফ ইকবাল আরিফ। প্রবন্ধ নিয়ে আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. অনিরুদ্ধ কাহালি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য দেন সেমিনার উপ-কমিটির সভাপতি প্রফেসর ড. মো. মাহবুব হোসেন। উদ্বোধনী সভায় গাহি সাম্যের গান স্মরণিকার চতুর্দশ সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

এরআগে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু ভাস্কর্য ও নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. আতাউর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগ ও দপ্তরপ্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী ও বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে সাংস্কৃতিক পর্বে সন্ধ্যা ছয়টায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। নজরুলের কবিতা পাঠ করে ‘শব্দকুঞ্জ’। এছাড়া সঙ্গীত বিভাগ থেকে নজরুল সঙ্গীত পরিবেশন করা হয়। রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে গাহি সাম্যের গান মঞ্চের পাশে তিনদিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

মন্তব্য করুন