ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ০৬:০৪ পিএম

অনলাইন সংস্করণ

ফরিদপুরে অন্ধ রোগীরা পেল চোখে আলো

ছবি: রূপালী বাংলাদেশ

ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতি কর্তৃক বাস্তবায়িত এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলার সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচি'র স্বাস্থ্য কার্যক্রমের আওতায় চোখের আলো ফিরে পেলেন ২৫ জন অসহায় রোগী।

তাদেরকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করাসহ চশমা ও যাবতীয় ওষুধ ফ্রি দেওয়া হয়।

শনিবার (২৫ মে) ফরিদপুরের বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে এসকল রোগীদের চোখের ছানি অপারেশন করেন ডাঃ রাহাত আনোয়ার চৌধুরী।

এসময় পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক কার্যক্রম আকরাম হোসেন সকল রোগীদের খোঁজ খবর নেন এবং সংস্থার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্যক্রমের কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন কর্মসূচির ফোকাল 

পারসন মারজান মিয়া, সংশ্লিষ্ট এরিয়া ম্যানেজার মো: মাইদুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন কর্মসূচি'র সমন্বয়কারী সুমন চন্দ্র হাওলাদার, স্বাস্থ্য কর্মকর্তা অপূর্ব কুমার দাশ, মির্জা ইয়াকুব হারুন, এসডিও মো: সাব্বির হোসেন, ইডিও রিপন মিস্ত্রী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আদর্শ সমাজ গঠন, সামাজিক মূল্যবোধ সৃষ্টি, টেকসহিভাবে দারিদ্রতা দূরীকরণে সামগ্রিক দরিদ্রতা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সামগ্রিক উন্নয়নে সমাজের প্রতিটি শ্রেণীর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং অসহায় প্রবীণ জনগোষ্ঠীর মূলধারার জীবন যাপন নিশ্চিত করাই আমাদের কর্মসূচীর উদ্দেশ্য।

মন্তব্য করুন