
প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরে ধান বোঝাই ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থলে ট্রাক রেখে আহত অবস্থায় ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
শনিবার (২৫ মে) দুপুরে শেরপুর উপজেলার হামছায়াপুর এলাকার মহাসড়কে ঢাকা বয়লার গেটে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান ফজলু (৫৫) উপজেলার কুসুম্বি ইউনিয়নের উদয়কুড়ি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। ট্রাক ড্রাইভার ও হেলপারের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ফজলু ধান বোঝাই ট্রলি নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে উল্টো পথে যাচ্ছিলেন। ট্রলি ঢাকা বয়লার এলাকায় পৌঁছালে বগুড়াগামী (ঢাকা মেট্রো ট-১৮-৩৬৫০) ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ড্রাইভার, হেলপার ও ফজলু গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত ফজলুকে হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাসুদ রানা জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন