
প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ
প্রথমবারের মতো মেট্রোরেলের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এতে রেল চলাচল বন্ধ হয়ে আছে। কখন চলাচল শুরু হবে তা নিশ্চিত করা যাচ্ছে না।
অনির্দিষ্ট সময়ের জন্য রেল চলাচল বন্ধ রেখেছে মেট্রো পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
শনিবার (২৫ মে) সন্ধ্যা পৌনে ৭টা থেকে ৭টার মধ্যে রেল চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু রেল বন্ধের পেছনে মেট্রো কর্তৃপক্ষ এখনো কোনো কারণ জানাতে পারেনি।
রাজধানীর শাহবাগ ও সচিবালয় মেট্রো স্টেশনে দুটি রেল আটকা পড়ে আছে বলে জানা গেছে।
মন্তব্য করুন