রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৪, ০১:১৬ এ এম

অনলাইন সংস্করণ

বিমানের কক্সবাজার ও কলকাতার ফ্লাইট বাতিল

ছবি সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজ কক্সবাজার গামী সকল ফ্লাইট এবং কলকাতাগামী দুইটি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার রাতে এ তথ্য জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, আজ ২৬ মে কক্সবাজারগামী সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ২৬ মের কলকাতাগামী বিজি ৩৯৫ ফ্লাইট এবং ২৭ মের বিজি ৩৯১ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়েছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে রোববার সন্ধ্যায়। 

সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার হতে পারে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের কুয়াকাটার খেপুপাড়া দিয়ে উপকূলে প্রবেশ করবে বলে গতিবেগ দেখে মনে করা হচ্ছে। উপকূলীয় জেলাগুলোতে ৩-৫ ফুট বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ৩০০ মিলিমিটার বৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সাতক্ষীরা ও খুলনা এলাকার সুন্দরবনে আঘাত হানতে পারে।

মন্তব্য করুন