
প্রকাশিত: ২৬ মে, ২০২৪, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আবাসিক চিকিৎসক (শিশু) ডা: আবু তাহের ও তার স্ত্রীর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে ২৬ মে রবিবার সকালে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ চত্ত্বরে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইবনে সাঈদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডা.মো.শহিদুল্লাহ কায়সার, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা.আব্দুল কদ্দুস, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ- পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান এবং অন্যান্য চিকিৎসকবৃন্দ।
মন্তব্য করুন