কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মে, ২০২৪, ০৭:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

কুমিল্লায় ভবন ধসে শ্রেণিকক্ষেই প্রাণ গেল শিক্ষার্থীর

ছবি: রূপালী বাংলাদেশ

কুমিল্লায় টিনশেড বিদ্যালয়ে পাঠদানের সময় পাশের নির্মানাধীন ভবন থেকে পিলার ধ্বসে পড়ে এক শিক্ষার্থী নিহত ও শ্রেণি শিক্ষক আহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মোঃ সাইফুল ইসলাম সাগর। তিনি ৫ম শ্রণীর ছাত্র ছিলেন। 

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের শাকতলার নোয়াগাঁও এলাকার নূর আইডিয়াল স্কুল এন্ড কলেজে সকাল পৌনে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নোয়াগাঁও এলাকার নূর আইডিয়াল স্কুলের পাশেই সাততলা ভবনের নির্মাণের কাজ চলছে। ওই ভবনের ছাদ থেকেই একটি পিলার ধ্বসে স্কুলের ক্লাস রুমের উপরে পড়ে। স্কুলটির টিন ছেদ করে ওই পিলারটি সাগরের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসকরা জানায় সাগরের মাথায় ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।  

কুমিল্লা সদর হাসপাতালে সন্তানের মরদেহের পাশে শোকার্ত বাবা মোঃ আলী হোসেন জানান, আমি দুর্ঘটনার কথা শুনে দ্রুত দৌড়ে আসি।  এসে দেখি আমার ছেলে আর নেই। সে আজকে স্কুলে গিয়েছিল আর ফেরেনি। 

ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল এএসপি এমরানুল হোসেন মারুফ জানান, নির্মাণাধীন সাত তলা ভবনটি অরক্ষিতভাবেই তাদের কাজ চালাচ্ছিল। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, নির্মাণ কাজ করাকালীন সময়ে কোন নিরাপত্তা বেষ্টনী না রাখায় সেই পিলারটি স্কুলের উপর পড়ে  এবং ওই ছাত্র নিহতের ঘটনা ঘটে।  এই ঘটনায় এক স্কুল শিক্ষক আহত রয়েছে বলেও জেনেছি। ঘটনার সাথে দায়ী যারাই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভবন মালিকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা বা মামলার তথ্য জানা যায়নি। 

মন্তব্য করুন