
প্রকাশিত: ২৮ মে, ২০২৪, ০৫:১৪ এ এম
অনলাইন সংস্করণ
স্টোক করে হাসপাতালে ভর্তি হোন মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। এরপর থেকে ডাক্তার তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। গত সপ্তাহ থেকে তিনি অসুস্থ ছিলেন।
ডাক্তাররা জানান, তার মস্তিস্কে রক্তক্ষরণ (স্টোক) হয়েছে। এর পর থেকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, গতকাল তার মাথায় একটি সার্জারি হয়েছে। তার পর থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন এই অভিনেত্রী। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।
উল্লেখ্য, সীমানা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬ আসরের সেরা দশের একজন।
২০১৪ সালে বিয়ের পর মিডিয়া থেকে একপ্রকার নিজেকে সরিয়ে নেন। পারভেজ ও সীমানার ঘরে একটি পুত্রসন্তান রয়েছে।
এদিকে সীমানার স্ট্রোক প্রসঙ্গে পারভেজ গতকাল সন্ধ্যায় ফেসবুকে জানান, তার স্ট্রোকটি বেশ বড় আকারের। একটি হাসপাতালে সীমানার অস্ত্রোপচার চলছে।
সুন্দরী প্রতিযোগিতা লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার পর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন সীমানা। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার প্রথম সিনেমা। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারও কাজে ফেরেন এই অভিনেত্রী। গত বছর ‘রোশনী’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার।
মন্তব্য করুন