
প্রকাশিত: ২৮ মে, ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ
ঝড়বৃষ্টির মধ্যে বিদ্যুৎ না থাকার সুযোগ নেয় একদল ডাকাত। নৈশপ্রহরী ও দুই আনসার সদস্যকে বেঁধে রেখে সোনালী ব্যাংকের প্রধান দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ৮/১০জন মুখোশধারী। তারা ব্যাংকের স্ট্রং রুমের হুইল ভেঙে ভোল্ট রুমে প্রবেশ করতে ব্যর্থ হয়।
সোমবার (২৭ মে) মধ্যরাতে বগুড়ার শিবগঞ্জ বন্দরে অবস্থিত সোনালী ব্যাংক শাখা অফিসে এ ঘটনা ঘটে। লুটে ব্যর্থ হয়ে ডাকাতরা সেখানকার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের মোবাইল ও তাদের টাকা ছিনিয়ে নেয়।
মঙ্গলবার বিকেলে সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক শাহাদত হোসেন সিরাজী জানান, ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি জানান, সোমবার রাতে ঝড়বৃষ্টির মধ্যে এলাকায় বিদ্যুৎ না থাকায় ৮/১০জন মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতদল প্রথমে ব্যাংকের নৈশপ্রহরী আব্দুর রহমানের হাত-পা ও মুখ বেঁধে পাশের বিআরডিসি অফিস চত্বরে আটকে রাখে। ডাকাতদল ব্যাংকের প্রধান দুটি দরজার তালা ভেঙে দ্বিতীয় তলায় প্রবেশ করে।
ব্যাংকে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নয়ন হোসেন ও ফরহাদ হোসেন তাদেরকে বাঁধা দিতে গেলে দু'জনের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর ব্যাংকের স্ট্রং রুমের হুইল ভেঙে ভোল্ট রুমে প্রবেশ করতে গেলে ডাকাতদল ব্যর্থ হয়। লুট করতে না পেরে দুই আনসার সদস্যের মোবাইল ও তাদের কাছে থাকা দুই হাজার ৫শ' টাকা নিয়ে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, সংঘবদ্ধ অপরাধীরা ব্যাংকে ঢুকে ডাকাতির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ ঘটনায় মামলা দায়ের করতে ব্যাংক কর্মকর্তারা থানায় এসেছেন।
মন্তব্য করুন