ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৯ মে, ২০২৪, ১১:১২ এ এম

অনলাইন সংস্করণ

নিখোঁজ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হালিমা

ছবি: রূপালী বাংলাদেশ

আসন্ন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতি খন্দকার (হালিমা) (পদ্মফুল) প্রতিক নিয়ে দুপুর ১ টার দিকে হরষপুর দেওয়ান বাজারে নির্বাচনী প্রচারণার জন্য অবস্থান করেন। এর কিছু সময় পর থেকে প্রীতি খন্দকার গুম হয়েছেন বলে অভিযোগ করেন তার স্বামী। 

প্রীতি খন্দকারের স্বামি মো: মাসুদ বলেন, নির্বাচনী প্রচারণায় আমি আমার স্ত্রীর সাথেই ছিলাম আমরা হরষপুর দেওয়ান বাজারের গুদারা ঘাটের দিকে প্রচারণার সময় ২ জন মহিলা প্রীতিকে ডাক দিয়ে বলেন সামনে অনেক মানুষজন আছে তাদের সাথে কথা বলে যান এ বলে প্রীতিকে তারা ওই এলাকার ভিতরে নিয়ে যায় তার পর থেকেই নিখোঁজ। অনেক খোঁজাখুজি করার পরেও না পেলে রাত সাড়ে ৮ টার সময় বিজয়নগর থানায় হাজির হয় এবং বলেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলামকে অবগত করি। এবং থানায় একটি জিডি করি।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম রুপালী বাংলাদেশকে বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার নির্বাচনী প্রচারণার সময় নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েছি আমরা চেষ্টা করছি দ্রুত তাকে খুজে বের করার। 

মন্তব্য করুন