
প্রকাশিত: ২৯ মে, ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থেকে ৩৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি চৌকস অভিযানিক দল। আজ বুধবার (২৯ মে) সকাল ৮ টায় কোটচাঁদপুর কাগমারী যাত্রী ছাউনী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুস্তাফিজুর রহমান (৩৬) চুয়াডাঙ্গার বেগমপুরের মোঃ জমির হোসেনের ছেলে।
ঝিনাইদহ ডিবি সূত্রে জানা যায়, আটককৃত মাদক ব্যাবসায়ী অভিনব কায়দায় একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে উপরের অংশে ৬/৭ কেজি সবজির নিচে চাউলের ভেতর ৩৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম সেখানে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল জব্দ করা হয় এবং মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন