বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৯ মে, ২০২৪, ০৬:১৮ পিএম

অনলাইন সংস্করণ

কাহালুর মালঞ্চা ও বীরকেদার ইউনিয়নের বাজেট ঘোষণা

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা ও বীরকেদার ইউনিয়নের প্রায় ১ কোটি ২৩ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। 

বুধবার (২৯ মে) মালঞ্চা ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থ বছরের ১ কোটি ৩৫ লাখ ২৬ হাজার ৬৬৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মো. নেছার উদ্দিন।

এ সময় ইউনিয়ন পরিষদের সচিব মো. হেলাল উদ্দিন, প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান সানজু, অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান প্রামানিক, ভালশুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, মালঞ্চা ইউপির হিসাব সহকারী সনি কর্মকার, ইউপি সদস্য মুনজিলা বেগম, পারুল বেগম, শিপন বেগম, আব্দুল হান্নান, মুনজুরুল হক, আমিনুল ইসলাম, আব্দুল মান্নান, নজরুল ইসলাম, ওবাইদুর রহমান, আব্দুস সামাদ, আব্দুল আলীম, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আব্দুল হান্নানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অন্যদিকে বীরকেদার ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থ বছরের ১ কোটি ২২ লাখ ৭ হাজার ৪০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব টিএম হেলাল হাফিজ, ইউপির হিসাব সহকারী সাবিহা সুলতানা, ইউপি সদস্য যবিবর রহমান যবু, আলেফ উদ্দিন পুটু, সাঈদী সরদার, সাবানা আক্তার, মিতালী বেগম, আনোয়ারা বেগম, মুনির উদ্দিন সরদার, মেরাজুল ইসলাম, সোহেল রানা, আনছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

মন্তব্য করুন