
প্রকাশিত: ৩১ মে, ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই গ্রামে জামায়াত-শিবিরের গোপন বৈঠক থেকে জামায়াত ইসলামীর ৭জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) সকাল ১১টায় নাড়ুই গ্রামের আব্দুর রশিদের বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ব্রাহ্মণহাতা গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে আব্দুর রশিদ (৬৫), কড়ইবাড়ী গ্রামের মৃত খোরশেদ মিয়া ছেলে বাদল মিয়া (৪৮), শ্রীঘর গ্রামের মজিবরের ছেলে শাহিন ইসলাম (২৪), বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৫৩), আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে মামুন মিয়া (৩৭), সদর উপজেলা হালদার পাড়ার মৃত খোরশেদুজ্জামানের ছেলে আবু হানিফ (৬৫), শিমরাইলকান্দির মৃত আইয়ুব আলীর ছেলে সাহেদ আলম (২১)। তাদের প্রত্যেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।
তবে জামায়াতের নেতাকর্মীরা জানায়, আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের নির্দেশে এস আই আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে নাশকতা প্রস্তুতিকালে ৭ জন সক্রিয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে জামায়াতের ইসলামীর কর্মসূচির বিভিন্ন লিফলেট, ব্যানার, উদ্ধার করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন