টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১ জুন, ২০২৪, ০৬:৩২ পিএম

অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলে দশদিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

পহেলা জুন শনিবার বিকেলে, বিসিক টাঙ্গাইল জেলা কার্যালয়ের আয়োজনে এবং টাঙ্গাইল জেলা প্রশাসনের তত্বাবধানে, শহীদ স্মৃতি পৌর উদ্যানে দশদিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করা হয়।  উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর ৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, নাসিব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম। 

মেলায় সর্বমোট ৫৪ টি স্টল রয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে বিসিক উদ্যোক্তারা তাদের পণ্য নিয়ে  স্টল সাজিয়ে বসেছেন। এবারের মেলায় আগের বারের তুলনায় অধিক বিক্রির আশা করছেন তারা। 

মেলায় দেশীয় তৈরি বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্প ও হস্ত শিল্পের পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন টাঙ্গাইলের এই বিসিক উদ্যোক্তা মেলা আয়োজন করায় উদ্যোক্তারা উৎসাহ পাবে, নতুন উদ্যোক্তা তৈরিও হবে এবং ক্ষুদ্র কুটির শিল্প ও হস্ত শিল্পের পণ্যের রপ্তানি বাড়বে।

মন্তব্য করুন