
প্রকাশিত: ১ জুন, ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
ইঞ্জিন বিকলের কারনে দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে এ ঘটনা ঘটে। পরে অন্য ট্রেনের ইঞ্জিন এসে ঠেলে স্টেশনে নিয়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের এটিএসআই কার্তিক রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেসের গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেন মশাখালী স্টেশনে এসে দাঁড়ায়। সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে মহুয়া এক্সপ্রেসের বগি রেখে ইঞ্জিন গফরগাঁও এসে তিস্তা এক্সপ্রেস পেছন থেকে ঠেলে স্টেশনে নিয়ে আসে। পরে দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য করুন