বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১ জুন, ২০২৪, ০৯:২১ পিএম

অনলাইন সংস্করণ

ফারিয়ার পোশাকের সমালোচনায় পলি-ময়ূরী

ময়ূরী-নুসরাত ফারিয়া ও পলি। ছবি সংগৃহীত

এ সময়ের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এ নায়িকা। মাঝে মধ্যেই খোলামেলা ছবি দিয়ে ভক্ত অনুরাগীদের হৃদয়ের ঝড় তুলেন তিনি। এবার ফারিয়ার পোশাক নিয়ে খোঁচা দিলেন শূন্য দশকের চিত্রনায়িকা ময়ূরী ও পলি।

গতকাল ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। সেখানে বেশ খোলামেলা লুকে তাঁকে দেখা গেছে। সাগর সৈকতে তোলা ছবিটি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘বিটিং দ্য হিট’। ফারিয়ার সেই ছবি ফেসবুকে শেয়ার করে আরেক চিত্রনায়িকা পলি লিখেছেন, ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে।’

পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরী লেখেন, ‘নুসরাত ফারিয়া করলে “লীলাখেলা’’ আমরা করলে অশ্লীল।’ ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি লেখেন, ‘এইবার বুঝলে দোস্ত, কেন পোস্ট করলাম।’

শূন্য দশকে ঢাকাই সিনেমা যখন অশ্লীলতার রাজত্ব, সে সময়ের একটানা কাজ করেছেন ময়ূরী ও পলি। দুজনকেই ঢাকাই সিনেমার অশ্লীল যুগের নায়িকা বলা হয়। তবে ময়ূরী ও পলি উভয়েই দাবি করেন কোনো অশ্লীল সিনেমায় অভিনয় করেননি তাঁরা। বর্তমানে চলচ্চিত্র দূরে আছেন ময়ূরী ও পলি।

মন্তব্য করুন