রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুন, ২০২৪, ০২:১৯ এ এম

অনলাইন সংস্করণ

আনার হত্যা, তদারকি পুলিশ কর্মকর্তাকে বরিশালে বদ‌লি

ছবি সংগৃহীত

এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার গুরুত্বপূর্ণ তদারকি কর্মকর্তা ডিবি ওয়ারী বিভাগের এডিসি শাহিদুর রহমান রিপনকে বরিশাল জেলা পুলিশে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। বর্তমানে শাহিদুর রহমান ডিবি টিমের সঙ্গে নেপালে আছেন। এর আগে তিনি গত ২৬ মে ভারতে যান ডিবির টিমের সঙ্গে।

শনিবার (১ জুন) সকালে নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ে ডিবি প্রধান হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল। দুই সদস্যর এই দলের অন্য সদস্য হলেন ডিবির অতিরিক্ত উপ-কমিশনার শহিদুর রহমান রিপন।

সূত্র জানায়, সন্দেহভাজন আসামিদের একজন সিয়াম হোসেন হত্যাকাণ্ডের পর নেপালে পালিয়ে যান। এমপি আনারকে হত্যার পর মরদেহের খণ্ডাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়ায় জড়িত ছিলেন তিনি।

মন্তব্য করুন