বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৩ জুন, ২০২৪, ০৪:৩২ পিএম

অনলাইন সংস্করণ

সাকুরা বার হচ্ছে শাহবাগ থানা

ছবি সংগৃহীত

মুক্তিযুদ্ধের স্বাধীনতা স্তম্ব নির্মাণের লক্ষ্যে রাজধানীর ডিএমপির শাহবাগ থানার স্থান পরিবর্তন করা হচ্ছে। থানার জন্য নতুন স্থান নির্ধারণ করা হয়েছে সাহাবাগস্থ সাকুরা বার এর জমি। এই জমিটি সরকারি বলে জানা গেছে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই থানার স্থান পরিবর্তন ও নতুন জায়গায় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়েব এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন. এর আগে সকালে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠক চলে দুপুর ২টা পর্যন্ত। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব  মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভার বৈঠকে আজ ডিএমপির শাহবাগ থানাটি স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। কারণ এখানে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্বাধীনতা স্তম্ব নির্মাণের কাজ হচ্ছে। এই থানার জন্য অনেক কাজ বাধাগ্রস্ত হচ্ছে। সেজন্যই মন্ত্রিসভা শাহাবাগ থানার স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এই থানার নতুন স্থান নির্ধারণ করা হয়েছে রমনা মৌজার ৩৫ নং দাগ, যেখানে জমি হচ্ছে-৩৯.৭ শতাংশ।

জানা গেছে, এই দাগ হচ্ছে শাহবাগের সাকুরা বারের ভবন।

মন্তব্য করুন