
প্রকাশিত: ৩ জুন, ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানী শাহবাগে বন্দুক বিক্রয়ের দোকানে শাহিন (৩৫) নামে এক কর্মচারী গুলিবিদ্ধ হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় শাহবাগ থানার আওতাধীন ট্রফিকানা টাওয়ারের দ্বিতীয় তলায় এফ আহম্মেদ নামে বন্দুকের দোকানে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এরপর জরুরি বিভাগের চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার গুলিটি বের করে।
গুলিবিদ্ধ শাহিনের ভাই শাকিল বলেন, শাহিন এফ আহম্মেদ নামে একটি অস্ত্রের দোকানের কর্মচারী। আজ সোমবার বিকেলে ওই দোকানে কর্মরত থাকা অবস্থায় হঠাৎ তার কোমরের উপরে ডান পাশে একটি গুলি লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার দেহ থেকে একটি গুলি বের করে। টু টু বোর পিস্তল লোড–আনলোডের সময় অসাবধানতাবশত হঠাৎ একটি গুলি বেরিয়ে যায় বলে জানতে পেরেছি। এর বেশি আর কিছু জানি না আমি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে খোঁজ নিয়েছে। বর্তমানে তারা তদন্ত করছে।
প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এটি একটি অস্ত্রের দোকান। তবে কীভাবে তার শরীরে গুলিটি লেগেছে সে বিষয়টি স্পষ্টভাবে জানতে পারিনি।
মন্তব্য করুন